২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন’ থেকে ১৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। রাষ্ট্রের উপাদান কতটি?
ক. ৭ টি খ. ৬টি
গ. ৫টি ঘ. ৪টি
২। কয়টি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৩। বাংলাদেশ নামক ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পায়-
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৫৪ সালে
৪। নিচের কোনটির মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়?
ক. জনসমষ্টি খ. ভূখণ্ড
গ. সার্বভৌমত্ব ঘ. সরকার
৫। সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান হলো-
ক. বিরোধী দল
খ. নির্বাচন কমিশন
গ. রাষ্ট্র
ঘ. সরকার
৬। আদিম মানুষ প্রথম কিভাবে বসবাস করত?
ক. গোত্রভিত্তিক
খ. সমাজভিত্তিক
গ. সম্প্রদায়ভিত্তিক
ঘ. রাষ্ট্রভিত্তিক
৭। রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?
ক. সার্বভৌমত্ব
খ.সরকার
গ. নির্দিষ্ট ভূখণ্ড
ঘ. জনসমষ্টি
৮। The Modern State গ্রন্থের লেখক কে?
ক. ম্যাকাইভার
খ. প্লেটো
গ. কার্ল মার্কস
ঘ. সক্রেটিস
৯। বর্তমান সময়ে প্রতিটি রাষ্ট্রই নিজেদেরকে কী ধরনের রাষ্ট্র বলে দাবি করে?
ক. উন্নত
খ. আধুনিক
গ. কল্যাণমূলক
ঘ. শক্তিশালী
১০। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ-
ক. প্রাকৃতিক গ্যাস
খ. প্রাকৃতিক সম্পদ
গ. পেট্রোলিয়াম
ঘ. শিক্ষিত জনগোষ্ঠী
১১। নাগরিকের সাথে কিসের সম্পর্ক অত্যন্ত নিবিড়?
ক. রাষ্ট্রের
খ. বিচার বিভাগ
গ. নির্বাচনের
ঘ. জনগণের
১২। ব্রিটেনের অধিকাংশ আইনের উৎস কী?
ক. সংবিধান খ. প্রথা
গ. ধর্ম ঘ. ন্যায়বোধ
১৩। আধুনিক রাষ্ট্রের আইনের প্রধান উৎস কোনটি?
ক. প্রথা খ. কুরআন
গ. আইনসভা ঘ. জনগণের রায়
১৪। নাগরিকের প্রধান কর্তব্য কোনটি?
ক.রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
খ. রাষ্ট্রের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা
গ. রাষ্ট্রের নিয়মনীতি মেনে চলা
ঘ. নিজ নিজ দায়িত্ব পালন করা
উত্তর: ১.ঘ, ২. ক, ৩. খ, ৪.গ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. ক, ৯.গ, ১০. ঘ, ১১.ক, ১২.খ, ১৩.গ, ১৪.ক।


আরো সংবাদ



premium cement